আন্তর্জাতিক ১৮ আগস্ট, ২০১৯ ০১:৪০

কাশ্মীর সীমান্তে আবারো মর্টার শেল ছুড়লো পাকিস্তান, নিহত ১ ভারতীয় সেনা

পাকিস্তানের বর্ডার একশন টিমের(ব্যাট) সদস্যবৃন্দ

পাকিস্তানের বর্ডার একশন টিমের(ব্যাট) সদস্যবৃন্দ

আন্তর্জাতিক।।

জম্মু-কাশ্মিরের রাজৌরি সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জেলার নওশেরা সেক্টরের সীমান্ত রেখায় পাকিস্তানি সেনাবাহিনী মর্টার শেল নিক্ষেপ ও গুলি চালালে এই ভারতীয় সেনা নিহত হন।

নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্ধা ন্যান্স নায়েক সন্দীপ থাপা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে। এছাড়া গত মাসে কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরিতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই সেনা কর্মকর্তা ও এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকেই।

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে ভারতীয় চলচিত্র ও বিজ্ঞাপন। 

দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।