আন্তর্জাতিক ডেস্ক ।।
স্বর্ণের গয়না কিংবা নগদ টাকা নয়। নব বিবাহিত স্বামী যেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেই প্রতিশ্রুতি দিলে নববধূর আর কিছু চায় না। এমনই এক অভিনব দেনমোহরের বিয়ে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি পাকিস্তানে স্বামীর পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিশ্রুতিতে এই অভিনব দেনমোহরের বিবাহ সম্পন্ন হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুগেও এমন বিয়ে অনুষ্ঠিত হয়েছে যেখানে কনের পক্ষ থেকে একটি সূরা মুখস্ত করাকে বিয়ের দেনমোহর হিসেবে নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে অভিনব এই বিয়ে অনেকের কাছে অনুকরণীয় হতে পারে।
জানা যায়, পাকিস্তানের টিভি সিরিয়ালের অভিনেত্রী ইয়াসরা (৩৪) তার চেয়ে ১০ বছরের ছোট হাদিকে বিয়ে করার সম্মতি জানিয়ে এমন দেনমোহর দাবি করেন। বর্তমানে এমবিবিএসের থিসিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাদি। তাই স্বামীকে অযথা অর্থের জন্য চাপ না দিয়ে স্ত্রী ইয়াসরা এই অভিনব সিদ্ধান্ত নেন।
ইসলামি শরিয়তে বিয়ের সময় কনের পক্ষ থেকে বরের কাছে তার সামর্থ্য অনুযায়ী দেনমোহর দাবি করা হয়। আর সেটা বাসর রাতের আগেই স্ত্রীকে পরিশোধ করে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বর পক্ষ থেকে কোনো কিছু আদায় করার অনুমতি নেই। যদিও বর্তমানে পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছে মোটা অঙ্কের টাকা, ঘরভর্তি আসবাবপত্র ইত্যাদি দাবি করে থাকেন। অপরদিকে, পাত্রীপক্ষও পাত্র পক্ষের কাছে বিশাল অঙ্কের দেনমোহর দাবি করে, যা পরিশোধ করা স্বামীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়।
এমতাবস্থায় কনে ইয়াসরা ও বর হাদির এমন অভিনব বিয়ে সত্যিই প্রশংসার দাবি রাখে।
ইয়াসরা বলেন, নামাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ আমাদের সকল পাপ কাজ থেকে রক্ষা করে। এ কারণে আমি আমার স্বামী হাদির কাছে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিশ্রুতি চেয়েছি।




















