আন্তর্জাতিক ১৫ আগস্ট, ২০১৯ ০৭:২৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ক্রোসা’

ডেস্ক রিপোর্ট।।

জাপানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ক্রোসা’। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঘূর্ণিঝড়টি দক্ষিণের দ্বীপ সিকোকুতে আঘাত হানতে পারে। বিবিসি জানিয়েছে, দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। ইতোমধ্যে চার লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক শ ফ্লাইট।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে অনেক অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়েছে। বাতিল হয়েছে ৭০০-এর বেশি ফ্লাইট। ঘূর্ণিঝড়টি টাইফুন ক্যাটাগরির চেয়ে একটু কম শক্তিসম্পন্ন।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়টি দুর্বল হয়েছে। তবে এখনো এটি জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে। ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্য ও ভূমিধসের মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপান ১৫ আগস্ট আত্মসমর্পণ করেছিল। এ নিয়ে আয়োজিত স্মরণসভা ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে।