আন্তর্জাতিক ১৮ নভেম্বর, ২০১৯ ০৪:০২

আসামে প্রাণ হারালো ‘বিন লাদেন’

ডেস্ক রিপোর্ট।।

ভারতের আসামের রংজুলি বন থেকে গত ১১ নভেম্বর বন্দি করা বিন লাদেন নামের হাতিটি মারা গেছে।

রোববার ভোর পাঁচটায় ওরাং জাতীয় অভয়ারণ্যে ৩৫ বছরের এই পুরুষ হাতির মৃত্যু হয়। এর আগে রংজুলি বন থেকে তাকে ঘুমের ওষুধ দিয়ে ধরা হয়।

বিন লাদেনের আসল নাম ছিল কৃষ্ণ। আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সবাই এই হাতিকে বিন লাদেন বলে ডাকতে শুরু করে।

অবশ্য আশেপাশের মানুষের জন্য এই প্রাণি কতটা ক্ষতিকর ছিল এখনও জানা যায়নি। সংশ্লিষ্টদের অনুমান, বন্দিত্বের কারণেই হাতিটির মৃত্যু হয়েছে।

সাধারণত পাঁচ থেকে ছয় বছরের হাতিকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। তাই ৩৫ বছরের বিন লাদেনকে এভাবে বন্দি করা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।

হাতিটিকে এভাবে বন্দি করার কারণ জানতে তদন্ত করছে বনবিভাগ। একদল অভিজ্ঞ চিকিৎসককে প্রাণিটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি