আন্তর্জাতিক ১৪ আগস্ট, ২০১৯ ০৩:৩৩

ভারতকে যুদ্ধের ইঙ্গিত দিয়ে রাখলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোন সময় কাশ্মীর পরিস্থিতির অবনতি হতে পারে। এমতাবস্থায় তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে।  

পাকিস্তান এমন সিদ্ধান্ত নিলে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটার আশঙ্কা আছে। এর মাঝেই দুপক্ষের আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এডিটোরোরিয়াল বোর্ডকে সোমবার(১২ আগস্ট) দেয়া এক স্বাক্ষাৎকারে  মাজিদ খান জোর দিয়ে বলেন, কাশ্মীর ও আফগানিস্তান আলাদা দুটি ইস্যু, তিনি কখনোই এ দুটোকে এক করতে চান না। তার দেশ আমেরিকা ও তালেবানের আলোচনার সফলতাও কামনা করা সত্ত্বেও পাক রাষ্ট্রদূত বলেন,  অধিকৃত কাশ্মীরে ভারতীয় দমন-পীড়ন খুব খারাপ সময়ে শুরু হয়েছে।

তিনি বলেন, “আমরা পশ্চিম সীমান্তে বিপুল সেনা মোতায়েন করে রেখেছি। তবে কাশ্মীর পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে আমরা পূর্ব সীমান্তে সেনা পুনঃমোতায়েন করব।” তিনি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ এই মুহূর্তে পূর্ব সীমান্ত ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করার অবকাশ পাচ্ছে না।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে খুব সামান্যই যোগাযোগ আছে। এ সম্পর্কে পাক রাষ্ট্রদূত বলেন, “আমি সন্দেহ করছি যে, পরিস্থিতির অবনতি ঘটবে।” তবে কী ধরনের অবনতি হবে তিনি তা স্পষ্ট করে বলেন নি।

মাজিদ খান আরও বলেন, “আমরা দুটি বড় দেশ; পরমাণু শক্তিধর বিশাল সামরিক বাহিনী রয়েছে এবং সংঘাতের ইতিহাস রয়েছে। এ নিয়ে খালি খালি চিন্তা করে লাভ নেই; পরিস্থিতি খারাপ করলে নিশ্চয় তা আরও খারাপ হবে।