আন্তর্জাতিক ১৭ নভেম্বর, ২০১৯ ০৯:৩৫

যে কারণে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো ইরাক

আন্তর্জাতিক ডেস্ক।।

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানজুড়ে তীব্র বিক্ষোভের মুখে দেশটির সঙ্গে থাকা দুই বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। শুক্রবার ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর শনিবার এ সিদ্ধান্ত নেয় ইরাকি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
 

প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষের অনুরোধে শনিবার এ সিদ্ধান্ত নেয় ইরাকি বর্ডার পোর্টস কমিশন। ক্রসিং দুইটি শুধু লোকজনের চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ইরাকি বর্ডার পোর্টস কমিশন-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি নাগরিকদের ইরান সফর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানে সিরজান শহরে শুক্রবার রাতভর তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।