আন্তর্জাতিক ডেস্ক।।ইমরান
পাকিস্তান বিমান বাহিনী লাদাখে ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটি স্ক্যারদুতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে যে বড় আকারের বিমান অভিযান চালানোর মত সামরিক সরঞ্জাম এ ঘাঁটিতে পাঠাচ্ছে পাকিস্তান। পাক বিমান বাহিনীর পরিবহন বিমান সি-১৩০ হারকিউলিসে করে এসব উপকরন আনা হচ্ছে। এসব কাজে তিনটি পরিবহন বিমানকে কাজ করতে দেখা গেছে। ভারতীয় সূত্রগুলো মনে করছে, এরপর হয়ত এ ঘাঁটিতে জেএফ-১৭ যুদ্ধ বিমান মোতায়েন করবে পাকিস্তান। উল্লেখ্য জেএফ-১৭ চীনের সহায়তায় পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চতূর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এ বছরের ফেব্রুয়ারীতে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ বিমানকে জেএফ-১৭ দ্বারাই শ্যূট ডাউন করে।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকান্ড তারা পর্যবেক্ষনে রেখেছে। সীমান্ত লাগোয়া ঘাটিতে ভারতীয় বিমান বাহিনীকে সর্বোচ্চ অবস্থায় রাখা হয়েছে।






















