আন্তর্জাতিক ১২ আগস্ট, ২০১৯ ০৪:৪১

বিল ১২ লাখ বাকি রেখে হোটেল গ্রাহক পলাতক

ছবিঃ সংগৃহিত

ছবিঃ সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক।।

আবাসিক হোটেলের বিল ১২ লাখ রুপি বাকি রেখে পালালেন এক গ্রাহক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দারাবাদের বিলাসবহুল তাজ বাঞ্জারা হোটেলে।

এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয় শংকর নারায়ণ নামের বিশাখাপত্তমের এক ব্যাবসায়ী তাজ বাঞ্জারা হোটেলে ১০২ দিন ছিলেন। তার বিল ছিলো ২৫ লাখ ৯৬ হাজার রূপি। ১৩ লাখ ৬২ হাজার রুপি তিনি পরিশোধ করেছিলেন কিন্তু ১২ লাখ ৩৪ হাজার টাকা বাকি রেখে তিনি হটাৎ পালিয়ে যান।

তবে শংকর তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি হোটেলের এই দাবিকে নিজের সুনাম ধ্বংসের চক্রান্ত হিসেবে দেখছেন। এমন কি তিনি হোটেল কতৃপক্ষের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।