ডেস্ক রিপোর্ট।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সান্তা ক্ল্যারিতার সগাস হাই স্কুলে এ ঘটনা ঘটে। ১৬ বছর বয়সী এশিয়ান ওই হামলাকারী একই স্কুলের শিক্ষার্থী। তার নাম নাথানিল বেরহো।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে হামলাকারী তার ব্যাগ থেকে বন্দুক বের করে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। পরে নিজের মাথায়ও গুলি করে সে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। হতাহতদের সবাই ১৪ থেকে ১৬ বছর বয়সী। হামলাকারী তার ১৬তম জন্মদিনে এই হামলা চালায়। কী কারণে এই হামলা চালানো হলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ।






















