আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০১৯ ১০:২৫

কাশ্মিরে মোতায়েন হবে ভারতের রোবট সেনা

ছবিঃ প্রতীকি

ছবিঃ প্রতীকি

আন্তর্জাতিক ডেস্ক।।

সীমান্তে নজরদারি চালাবে, তরতর করে গাছ বাইবে, গ্রেনেড হামলার মুখেও রুখে দাঁড়াবে। এমনই অত্যাধুনিক লড়াকু রোবট বাহিনীকে প্রস্তুত করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

জম্মু-কাশ্মীরে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। নিয়ন্ত্রণরেখার ওপারে আধুনিক অস্ত্র নিয়ে প্রতিদিন ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের মদদপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন। সন্ত্রাসের মেঘ ঘনীভূত হয়েছে গোটা দেশেই। এই অবস্থায় সুরক্ষার পাঁচিল গড়ে তুলবে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রোবট সেনা, এমনটাই জানানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। খবর দ্য ওয়ালের।

ভারতীয় সেনাবাহিনী বলছে, প্রাথমিকভাবে ৫৫০টি রোবোটিক্স ইউনিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই রোবটগুলোর কার্যক্ষমতা থাকবে অন্তত ২৫ বছর। ভারতীয় সেনার এক উর্ধতন কর্তার কথায়, এই রোবটগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এরা যেমন সিঁড়ি ভাঙতে পারবে দ্রুত, তেমনিই গাছে চড়তে পারবে অসাধারণ ক্ষিপ্রতায়। সেনাবাহিনীকে ঠিক যেমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক তেমনই ডেটা ইনপুট করা হবে এদের সিস্টেমে। 

১৯৯০ সালে এমনই রোবট-সেনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তৎকালীন ভারতের রাইফেলসের ডিরেক্টর জেনারেল।