আন্তর্জাতিক ডেস্ক।। ইমরান
কিছুদিন আগেও পাকিস্তান ও চীনের সম্পর্ক তলানিতে নেমে যাচ্ছিলো। বহুদিনের মিত্র পাকিস্তানকে ছেড়ে চীন ভারতকে কাছে টেনে নিচ্ছিলো। মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষনার প্রস্তাবে ভেটো না দেওয়া, নিজের দখলে থাকা অরুনাচলকে ভারতের মানচিত্রের ভেতরে দেখিয়ে কার্যত চীন নিজের নতুন মিত্রকে খুশি করতে ব্যাস্ত ছিলো।
কিন্তু কাশ্মীর ইস্যূকে কেন্দ্র করে, নতুন গড়ে ওঠা এই বন্ধুত্বে শুরুতেই ফাটল ধরলো। চীন ফিরে গেলো পুরনো মিত্র পাকিস্তানের কাছেই।
কাশ্মীর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশীর সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং হি জানিয়েছেন, পাকিস্তানের বৈধ স্বার্থ ও অধিকার রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন দিয়ে যাবে।
তবে ওয়াং হি, ভারত ও পাকিস্তান উভয় দেশকে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত সোমবার ভারত শুধু কাশ্মীরের স্বায়ত্বশাসনই বাতিল করে নি। পাকিস্তানের অধিভুক্ত আজাদ কাশ্মীর ও চীনের অধিভুক্ত আকসাই চীনকে ভারত নিজেদের বলে দাবি করেছে।






















