আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের সামরিক বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ভারত যদি কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে গত ২৭ ফেব্রুয়ারীর চেয়েও ভয়ংকর শক্ত জবাব দেয়া হবে।
শুক্রবার(৯ আগস্ট) সকালে পর পর কয়েকটি টুইটার পোস্টে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের প্রধান মেজর জেনারেল আসিফ গফুর এ হুঁশিয়ারি দিয়েছেন। মূলত ভারতের এক সেনা কর্মকর্তার অভিযোগ ও হুমকির জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ভারতের চিনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলোন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “কাশ্মীরে শান্তি নস্যাতের চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু যারা শান্তি নষ্টের চেষ্টা করবে তাদেরকে নির্মূল করা হবে।”
জেনারেল ধিলোনের অভিযোগ নাকচ করে দিয়ে টুইটার পোস্টে জেনারেল গফুর জম্মু-কাশ্মীরের জনগণের অদম্য ও দৃঢ়চেতা মানসিকতার প্রশংসা করে বলেন, লাখ লাখ ভারতীয় সেনা কাশ্মীরি জনগণের ওপর নির্যাতন চালিয়েও তাদের সংগ্রামকে বন্ধ করে দিতে পারে নি। বর্তমান দমন-পীড়নও সফল হবে না।






















