আন্তর্জাতিক ১১ নভেম্বর, ২০১৯ ০৬:১৭

স্পেনে সরকার গঠন করতে যাচ্ছে স্যোসালিস্ট পার্টি

ডেস্ক রিপোর্ট।। 

স্পেনে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল স্যোসালিস্ট পার্টি। অন্য দলের সাহায্য নিয়ে জোট সরকার গঠন করতে হবে দলটিকে।

নির্বাচনে সবথেকে বেশি আসন পেয়েছে স্যোসালিস্ট পার্টি। ৩৫০ আসনের মধ্যে তারা পেযেছে ১২০টি আসন। কিন্তু এ আসন সংখ্যা সরকার গঠনের জন্য পর্যাপ্ত না।

অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার পার্টি। তারা পেয়েছে ৮৮টি আসন। আর তৃতীয় অবস্থানে রয়েছে ভক্স পার্টি। তারা পেয়েছে ৫২টি আসন।

এদিকে, নতুন নতুন দলের আবির্ভাবে দিন দিন স্পেনের রাজনীতি বিভক্ত হচ্ছে। যার প্রমাণ ২০১৫ সাল হতে স্পেনে কোন স্থিতিশীল সরকার না থাকা।