আন্তর্জাতিক ১০ নভেম্বর, ২০১৯ ১২:৪৩

'কেউ অধম হলে, আমরা উত্তম হব না কেন?’- বাবরি মসজিদ নিয়ে আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট।। 

গত শনিবার (৯ নভেম্বর) ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের রায় নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আমাদের কাগজের পাঠকদের জন্য হুবহু সেটা তুলে ধরা হল-

‘ভারতের দু্'একটা প্রতিষ্ঠান ছিল গর্ব করার মতো। এর মধ্যে অন্যতম সুপ্রীম কোর্ট। কিন্তু হিন্দুত্ববাদী শাসনামলের চেতনা যে এ আদালতকেও গ্রাস করেছে তার প্রমাণ হচ্ছে বাবরি মসজিদ সংক্রান্ত রায়। এই রায়ের ভেতর দিয়ে বাবরি মসজিদের ভাঙনকে একধরনের বৈধতা দেয়া হয়েছে যা আরো অনেক অনাচারকে উৎসাহিত করবে। এ রায় ঘৃণাভরে প্রত্যাখান করছি।

তবে এ রায় আমাদের যতো কষ্ট দেক না কেন, মনে রাখতে হবে যে এর সাথে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর কোন সম্পর্ক নেই। ফলে রায়ের কারণে কেউ যেনো তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সকলকে। কেউ অধম হলে আমরা উত্তম হব না কেন?’