আন্তর্জাতিক ৮ আগস্ট, ২০১৯ ০৩:৪৪

অনাহারে দিন কাটছে অবরুদ্ধ কাশ্মীরবাসীর

আন্তর্জাতিক ডেস্ক।।

সমগ্র কাশ্মীরে কারফিউ। দোকানপাট সব বন্ধ। মুঠোফোনে নেটওয়ার্ক নেই। ব্যাংক বন্ধ, এটিএম গুলোও অর্থশূন্য। বাইরের প্রদেশ থেকে কাশ্মীরে খাদ্য সরবরাহও বন্ধ। নিত্য প্রয়োজনীয় জিনিষ কিনতে দোকানগুলোতে ভিড় করছে মানুষ। দামের থেকে বহুগুন টাকা দিলেও মিলছে না খাদ্য। আর নিম্নবিত্ত্ব কাশ্মীরবাঁশির দিন তাই কাটছে অনাহারে।

এর আগে সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৩৫ হাজার সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

এই অচলাবস্থায় সেখানে খাদ্যে স্বল্পতা দেখা দিয়েছে। সোমবার থেকে বন্ধ রয়েছে যোগাযোগও। কারফিউ থাকায় চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। খাবারের স্বল্পতা ও এটিএম কাজ না করায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা।