আন্তর্জাতিক ৮ নভেম্বর, ২০১৯ ০৪:৪৮

ইরানকে ঠেকাতে ইসরায়েলের সাথে চুক্তি করছে আরব দেশগুলো!

আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরানকে মোকাবিলা করতে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো নিয়ে একটি চুক্তির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।

ইরানকে কোণঠাসা করে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে ইসরায়েলের উদ্যোগে এমন চুক্তি করা হবে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

ইসরায়েলের সংবাদমাধ্যম নিউজ টুয়েলভ চ্যানেল জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের নেতৃত্বে উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে আগ্রাসনবিরোধী এবং অর্থনৈতিক সহযোগিতার এই চুক্তি হতে যাচ্ছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মনুচিন জানান, এই চুক্তির উদ্যোগ দুর্দান্ত। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ট্রাম্পের বর্তমান প্রশাসনের অধীনে হোয়াইট হাউস লনে এই চুক্তি স্বাক্ষর করা।’

ইসরায়েল-উপসাগরীয় অঞ্চলের মধ্যেকার সম্ভাব্য এই চুক্তির বিষয়টি মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন দূত জ্যাসন গ্রিনবেল্টের কাছে প্রথম উপস্থাপন করেছিলেন ইসরায়েলি মন্ত্রী কাৎজ।

এই উদ্যোগের ফলে চুক্তিকারী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ, হুমকি বা শত্রুতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। নিজেদের মধ্যে উত্তেজনা নিরসনেও ভূমিকা রাখবে এই চুক্তি।

এ ছাড়া তৃতীয় কোনো পক্ষের সঙ্গে কোনো জোট, সংস্থা বা সামরিক মহড়া থেকে বিরত রাখবে চুক্তিভুক্ত দেশগুলোকে।