আন্তর্জাতিক ডেস্ক।।
জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি নিশ্চিত করেন যে, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে তুলে ধরবে। প্রত্যেকটি দেশের রাষ্ট্র প্রধানের সাথে তিনি আলাপ করবেন। তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি যে ভারত কাশ্মীরে জাতিগত নিধন শুরু করবে। তারা স্থানীয় লোকজনকে বিতাড়িত করার চেষ্টা করবে এবং বাইরে থেকে অন্যদের সেখানে নিয়ে এসে সংখ্যাগরিষ্ঠ বানাবে। এর ফলে স্থানীয় লোকজন দাসে পরিণত হওয়া ছাড়া আর কিছু হবে না।'
এর আগে পাকিস্তান আইএসপিআর থেকে নিশ্চিত করা হয় যে, পাক সেনাবাহিনী কাশ্মিরী জনগনের পাশে থাকবে।
প্রতিবেশী চীনও ভারতের এ কর্মকান্ডকে অগ্রহনযোগ্য হিসেবে অভিহিত করেছে। ভারত সরকারও চীনকে তার অভ্যন্তরীন বিষয়ে নাক না গলানোর জন্য হুশিয়ার করে দিয়েছে।





















