আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০১৯ ০৬:২৭

২ নারী পুলিশকে প্রকাশ্যে আগুনে পোড়ালো বিক্ষোভকারীরা!

আন্তর্জাতিক ডেস্ক।।

চিলিতে চলমান সরকার বিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। আন্দোলকারীরা দেশটির দুই নারী পুলিশের গায়ে প্রকাশ্যে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেছে। তারা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল পুলিশ। তারা কাঁদানে গ্যাস ছুড়ছিল। তখন বিক্ষোভকারীরা ককটেল নিক্ষেপ করে দুই নারী পুলিশ সদস্যের গায়ে আগুন লাগিয়ে দেয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্য সান্তিয়াগোর বাকুয়েদনো মেট্রো স্টেশনে পুলিশ সেখান বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ারি মধ্যেই আগুনে ঝলসে যায় দুজন নারী পুলিশ সদস্য।

ওই দুই নারী পুলিশের সহকর্মীরা অগ্নিনির্বাপবক যন্ত্র ও হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মারাত্মকভাবে ঝলসে গেছে তাদের শরীর।