আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০১৯ ০৬:০৭

অপরাধীকে গুলি করে হত্যা করলেন আট মাসের অন্তঃসত্ত্বা

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে লাইট ওয়েট সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল এআর-১৫ চালিয়ে এক দুষ্কৃতকারীকে গুলি করে হত্যা করলেন আট মাসের অন্তঃসত্ত্বা নারী। খবর ভারতের গণমাধ্যম আনন্দবাজারের।

গত সপ্তাহের বুধবার রাত নয়টার দিকে অঙ্গরাজ্যটির লিথিয়া কমিউনিটির ওল্ড ওয়েলকাম রোডে নিজের বাসায় আট মাসের স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জেরিমি কিং।

এসময় সাধারণ পিস্তল হাতে দুই দুষ্কৃতকারী জেরিমির বাসায় ঢুকে তাকে মারধর করে। তার ১১ বছরের মেয়ের দিকে পিস্তল তাক করে তারা। জেরেমির স্ত্রী বারবার বলেন, তাদের দেয়ার মতো কিছু নেই। অন্যদিকে দুষ্কৃতকারীরা বলতে থাকেন, যা আছে তাই দিন।

বাকবিতণ্ডা ও লুটপাটের এক ফাঁকে জেরিমির স্ত্রী ভেতরের ঘরে ঢুকে সেমি-অটোমেটিক রাইফেল নিয়ে আসেন। তিনি রাইফেলটি নিয়ে এসেই দুষ্কৃতকারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।

রাইফেল দেখেই পালানোর চেষ্টা করে তারা। দুজনের মধ্যে একজনে শরীরে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয়। তারা জেরিমির বাসা থেকে তখন পালিয়ে যায়। কিন্তু পরে তাদের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজন এখনও অধরা।

দুষ্কৃতকারীরা জেরিমির নাকে ও চোখে আঘাত করে। মোট ২০টি সেলাই দিতে হয়েছে। জেরিমি ও তার স্ত্রী দুষ্কৃতকারীদেরকে চেনেন না। তবে তাদের ধারণা, হঠাৎ করে এই আক্রমণ হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।