আন্তর্জাতিক ডেস্ক ।।
পাকিস্তানি আইএসআই-এর একজন নারী এজেন্টকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয় সেনা সদস্যকে। আটক দুই সেনার নাম নায়ক রবি বর্মা ও বিচিত্র ভোরা।
বুধবার (৬ নভেম্বর) সকালে রাজস্থানের যোধপুর স্টেশন থেকে দু’জনকে গ্রেফতার করেছেন সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ টিম।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল তাদের ওপর। তারপর কিছুটা নিশ্চিত হয়েই এই দুই সেনাকে গ্রেফতার করা হয়েছে বলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানকে তথ্য পাচার করার নির্দিষ্ট অভিযোগ ছিল এই দুই সেনার বিরুদ্ধে। তার ভিত্তিতেই প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয় পোখরানে কর্মরত এই দুই সেনাকে।
জানা গেছে, আইএসআই-এর একজন নারী এজেন্টকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য দিত এই দুই সেনা। পোখরান থেকে বারি ফেরার পথে তাদের আটক করেন গোয়েন্দারা।
যোধপুর থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে। ঐ পাকিস্তানি নারী যথেষ্ট সুন্দরী। তার রূপেই মশগুল ছিলেন এই দুই সেনা সদস্য। ওই সুন্দরীর ট্র্যাপে পড়েই নিয়মিত তথ্য তুলে দিতেন তারা।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ঐ নারীর সঙ্গে যোগাযোগ হয় এই দুই সেনা সদস্যের। পাকিস্তানে বসেই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করত এই দুই ভারতীয় সেনার সঙ্গে। আর তারা তুলে দিত তথ্য।
এই দুই জওয়ানের একজনের বাড়ি মধ্যপ্রদেশে, অন্য জনের অসমে। তদন্তে জানা যায়, ভয়েজ ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIP) সার্ভিস ব্যবহার করে, পাকিস্তানি নম্বর থেকে ফোন করতেন ওই পাক মহিলা। সেনার স্ক্রিনে তা ভারতীয় নম্বর হিসেবেই দেখিয়েছে। ফলে, দু-জনের কেউই তা বুঝতে পারেননি। মহিলাকে ভারতীয় ভেবে, দুই জওয়ান অনেক তথ্য গড়গড় করে বলে ফেলেন।
গোয়েন্দারা জানিয়েছেন, আজ পর্যন্ত কী কী তথ্য পাচার করা হয়েছে, কবে থেকে যোগাযোগ, আর কে কে এর মধ্যে জড়িত—সবটা তদন্ত করে দেখা হবে। সূত্র: দ্য ওয়াল।






















