আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০১৯ ০৪:৫৭

প্রেমিকের সাথে সেলফি তুলতে গিয়ে প্রেমিকার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের তামিলনাড়ু রাজ্যে সেলফি তোলার সময় পিছলে কুয়ায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে টি মার্সি স্টেফি নামে ২৪ বছর বয়সী এক নারীর। 

সোমবার (৪ নভেম্বর)  রাজ্যের পাট্টাবিরামের কান্দিগাই গ্রামে এঘটনা ঘটে। 

গ্রামের ক্ষেতে প্রেমিক ডি আপ্পুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন স্টেফি। এরপর সুন্দর সেলফি তোলার আশায় ওই যুগল কুয়ার সিঁড়িতে ওঠে। সেখানে বসে সেলফি তুলতে গিয়েই পিছলে যায় স্টেফির পা। পিছলে কুয়ার ভেতরে পড়ে যান তিনি। সূত্র: আনন্দবাজার।

স্টেফিতে বাঁচাতে প্রেমিক আপ্পুও নেমেছিলেন কুয়াতে। সেসময় আপ্পুর চিৎকার শুনে ছুটে আসেন সেখানে থাকা কয়েকজন কৃষক। তারা এসে আপ্পুকে উদ্ধার করতে পারলেও স্টেফিকে খুঁজে পাননি। এরপর উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয় লোকজন। তারা এসে স্টেফির দেহ উদ্ধার করেন। 

স্টেফির দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। আপ্পুরও চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে।

ঘটনা নিয়ে মুথাপুদুপেট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।