রোহনিতা সোনোরা লা মোরা থেকে তার সাত সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্রে কর্মরত তার স্বামী হোয়ার্ড মিলারকে আনতে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। আগামী সপ্তাহে লা মোরাতে কেন্দ্রার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারটি একত্র হচ্ছিল।
দ্বিতীয় গাড়িটি চালাচ্ছিলেন ৪৩ বছর বয়সী দাওয়ানা রে লংফোর্ড।
দাওয়ানা তার সন্তানদের নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চিহুয়াহুয়াতে যাচ্ছিলেন। হামলায় তাঁর সঙ্গে তার কিশোর সন্তান ত্রিভোরও নিহত হয়েছে।
তৃতীয় গাড়িটি চালাচ্ছিলেন ক্রিস্টিনা মারি লংফোর্ড জনসন। তিনি স্বামী ও বাকি সন্তানদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
কেন্দ্রা জানান, স্বামীকে আনতে রোহনিতা সন্তানদেরসহ রওনা দেওয়ার পর তার গাড়ির চাকা দেবে যায়। তিনি দুই নারীর সঙ্গে সন্তানদের নিয়ে আবার লা মোরায় ফিরে আসেন এবং আরেকটি গাড়ি নিয়ে আবার রওনা দেন। তিনটি গাড়ি একসঙ্গে রওনা দেয়।
কেন্দ্রা জানান, তার আরেক ভাই রোহনিতার চাকা দেবে যাওয়াটা গাড়িটি ঠিক করছিলেন। ওই সময় তিনি দূরে আগুন দেখতে পান। কিন্তু তিনি এই হামলার কথা চিন্তাও করেননি। পরে তিনি কাছে গিয়ে দেখেন গাড়ি বুলেটে ঝাঁজরা, আগুন জ্বলছে, কেউ গাড়ির বাইরে, কেউ ভেতরে পুড়ে মারা গেছে।
হামলায় বেঁচে যাওয়া ১৩ বছরের একটি ছেলে সাহায্যের জন্য ১৪ মাইল হেঁটে যায়। সে তার আহত রক্তাক্ত ভাইবোনকে ঝোপের আড়ালে লুকিয়ে রেখে যায়।
আহত সাত শিশুকে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের আরিজোনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরমন সম্প্রদায়ে তিন হাজারের মতো সদস্য আছেন। মেক্সিকোতে তারা নিজেদের কৃষিব্যবস্থা গড়ে তুলেছেন। সাধারণভাবে তারা চরমপন্থী সম্প্রদায় হিসেবেই বসবাস করেন। কিছু সদস্য রয়েছেন, যারা বহুগামী।
টিফানি লংফোর্ড বলেন, মতাদর্শে কিছু পার্থক্য থাকলেও আমরা একটি বড় পরিবার। আমাদের নিজস্ব ভাবনাচিন্তা যা–ই হোক না, আমরা একে অপরকে ভালোবাসি, সমর্থন করি। আমাদের মতো ভালোবাসা ও একতা অন্য কোনো পরিবারে কখনো দেখিনি।
হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সোনোরা রাজ্যের গভর্নর ক্লাউদিয়া পাভলোভিচ আরেলানো টুইটে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।
হামলার ঘটনাটি তদন্তে মেক্সিকোর সঙ্গে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে মেক্সিকোকে আহ্বান জানান এবং এতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান।






















