আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধের হুমকি দেওয়া থেকে সরে এসে কাশ্মির ইস্যুতে ভারতকে আইনি, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দিল্লিকে পাল্টা জবাব দেওয়ার কৌশল ঠিক করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে আইনজীবী, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকা সদস্যরা হলেন অ্যাটর্নি জেনারেল, পররাষ্ট্র সচিব, আইএসআই-এর মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স, আইএসপিআর-এর মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
এর আগে ভারত সরকার রাষ্ট্রপতির ডিক্রি জারি করে কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দিল্লির শাসনে নিয়ে আসার সিদ্ধান্তকে ‘অবৈধ’ হিসেবে আখ্যায়িত করে পাকিস্তান। এই সিদ্ধান্তের জবাব দিতে সম্ভাব্য সব পথ এমন কি সামরিক পন্থা অবলম্বনেরও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ।





















