আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরবে উন্নয়ন এবং সংস্কারের নামে ক্ষমতার অপব্যবহার করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। তারই নির্দেশে চালানো হচ্ছে হত্যা, নির্যাতন এবং গ্রেফতার। এমন কি তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগীকে তার নির্দেশেই হত্যা করা হয়েছে বলে মনে করা হয়।
সোমবার(৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটির দেয়া ৬২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, সরকারের সমালোচক-মানবাধিকারকর্মীসহ নারীদের ওপর চালানো হচ্ছে দমন-পীড়ন।
প্রতিবেদনে উঠে আসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদের সম্পৃক্ততার কথাও। বলা হয়, ২০১৭ সালে ক্ষমতা পাওয়ার পরই শুরু হয় এসব অভিযান।
গেলো দু’বছর আটক করা হয় ৭০ জনের বেশি সমালোচককে।





















