আন্তর্জাতিক ডেস্ক।।
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডলইস্ট আই।
তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয় এবং একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে। তবে ঘাঁটির বাইরে পড়া গোলাটি বিস্ফোরিত হয়নি। মর্টার হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায় নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
এদিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী নাজহা আল শামারির বরাত দিয়ে মিডলইস্ট মনিটর জানায়, বাগদাদের উত্তরে তাইজি বেস ক্যাম্পের পাশে ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইরাকজুড়ে যখন সরকারবিরোধী বড় রকমের বিক্ষোভ হচ্ছে তখন মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটল। বিক্ষোভ মোকাবিলায় সরকার রাজধানী বাগদাদে সোমবার (২৮ অক্টোবর) কারফিউ জারি করে। ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এ অবস্থা চলবে।




















