আন্তর্জাতিক ডেস্ক ।।
দুই বছর বয়সী শিশুকে বাঁচাতে টানা চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করছিল ভারতের তামিলনাড়ু কর্তৃপক্ষ। যদিও মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে অভিযান শুরুর আগেই শিশুটির মৃত্যুর খবর জানায় প্রশাসন। জানা গেছে, মৃত্যুর পরপরই গর্তের ভেতরেই তার দেহে পচন ধরতে শুরু করেছে। যদিও কূপে পড়ার চার দিন পর শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিল উদ্ধার কর্মীরা।
কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় রাজ্যের তিরুচিরাপল্লী এলাকার নিজ বাড়ির পাশেই খেলছিল ২ বছরের শিশু সুজিত উইলসন। আর তখনই সম্পূর্ণ অসাবধানতাবশত গভীর কুয়াটিতে পড়ে যায় সে। মূলত তখন আশপাশে কেউ না থাকায় প্রথমে বিষয়টি কারওই নজরে আসেনি।
এরপর কেটে যায় বহু সময়। সুজিতকে উদ্ধারে অভিযান শুরুর পর থেকে প্রচণ্ড ঝড়ো আবহাওয়া এবং ভূ-তাত্ত্বিক গঠনের কারণে অভিযান চালানো বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। তার পরও হাল ছাড়তে নারাজ কর্তৃপক্ষ।
সুজিত উইলসন প্রায় ১০০ ফুট গভীরে আটকা পড়েছেন। তামিলনাড়ুর এই শিশুর কাছ থেকে সর্বশেষ সাড়া পাওয়া যায় শনিবার সকালে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সরু একটি গর্তে আটকা পড়েছে ওই শিশু। এ সময় তার মাথা ও হাত দেখা যায়। এরই মধ্যে শিশুটিকে উদ্ধারে সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কর্মীরাও অংশ নিয়েছে। অভিযান শুরু হওয়ার পর থেকে গর্তে লাগাতার অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালে বাড়ির কাছেই নিজেদের ফার্মে বাবার সঙ্গে খেলছিল সুজিত উইলসন। সেখানেই ছিল মুখ খোলা অবস্থায় একটি পরিত্যক্ত কুয়া। খেলতে খেলতে হঠাৎ কুয়ায় পড়ে যায় সুজিত। বাচ্চাটির বাবা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর সেখানে উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ।





















