আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের ৭০ বছর পুরনো একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ। আহমাদিয়া সম্প্রদায়ের মুখপাত্র জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে মসজিদটি অবস্থিত। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।
পাকিস্তানে প্রায় পাঁচ লাখ আহমদিয়া সম্প্রদায়ের লোকের বাস। ১৯৭৪ সালে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করে দেশটি। সুন্নি জঙ্গিরা প্রায়ই আহমদিয়াদের বাড়ি ও মসজিদে হামলা চালায়।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র সালিম-উদ-দিন জানান, মুসলিম অধ্যুষিথ হাসিলপুর গ্রামে বেশ কয়েকজন আহমদিয়া সম্প্রদায়ের লোকজন বাস করে। সেখানকার আদাপাকা মসজিদটি গত সপ্তাহে জেলা পুলিশ গুঁড়িয়ে দিয়েছে।
মুখপাত্র জানান, কর্তৃপক্ষের দাবি মসজিদটি অবৈধভাবে সরকারি ভূমিতে তৈরি করা হয়েছে। তবে তিনি এই অভিযোগ নাকচ করেছেন।
এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।




















