আন্তর্জাতিক ডেস্ক
ইরানে নতুন করে ফের ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদাররা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার (১৫ জুন) বিকেলে হামলাটি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের পূর্বাঞ্চলে তাদের বিমানবাহিনী সারফেস টু সারফেস মিসাইল লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এছাড়া রাজধানী তেহরানে একটি আবাসিক ভবন করেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। হামলার পরিধি বড় এবং জনবহুল এলাকা হওয়ায় সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, সেখানে কয়েক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে ছুটে যান সাধারণ মানুষ। হামলাটি হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের খুব কাছে।
ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জন নিহত, আহত ৬৫৪
দখলদার ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫৪ জন।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থার বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। ইরানে নিজেদের একটি আলাদা সূত্র আছে এই মানবাধিকার সংস্থাটির। তারা তাদের এই সূত্রের তথ্য ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতাহতের তথ্য ক্রসচেক করে নিহত ও আহতের এ সংখ্যা জানিয়েছে।
যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সেনা কতজন এবং বেসামরিক মানুষ কতজন এখন সেটি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।






















