আন্তর্জাতিক ২৭ অক্টোবর, ২০১৯ ০৬:২৮

কাঁকড়াই কাল হলো যে মন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক।।

নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে জাপানের নতুন বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা টোকিওর নির্বাচন কর্মকর্তাদের দামি বাঙ্গি, কমলা, কাঁকড়া, মাছের ডিম এবং রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন। সমবেদনা প্রকাশ করতে এক সমর্থকের পরিবারকে তিনি ২০ হাজার জাপানি ইয়েন দিয়েছিলেন বলেও জানা গেছে।

জাপানের নির্বাচন আইন অনুযায়ী, রাজনীতিবিদেরা নিজ নির্বাচনী এলাকার ভোটারদের অনুদান বা উপহার পাঠাতে পারবেন না।

সাপ্তাহিক সাময়িকী ‘শুকান বুনশুন’-এর প্রতিবেদনে প্রথম এসব অভিযোগ সামনে চলে আসে। সাময়িকীর প্রতিবেদনে জানানো হয়, সুগাওয়ারার সহকারী নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এক সদস্যের পরিবারকে প্রায় ২০ হাজার ইয়েন পাঠিয়েছিলেন।

শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে জাপানে এ ধরনের অর্থ সহায়তা দেওয়ার প্রচলন আছে।

‘শুকান বুনশুন’ ম্যাগাজিন কড মাছের ডিম, কমলাসহ সুগাওয়ারার অফিস থেকে পাঠানো উপহারের তালিকাও প্রকাশ করেছে। একই সঙ্গে প্রাপকদের কাছ থেকে পাওয়া ধন্যবাদসূচক চিঠিও তারা ছাপিয়েছে।

সুগাওয়ারা গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, নির্বাচনের আইন ভঙ্গ করেছেন কি না, সে ব্যাপারে তিনি এখনো নিশ্চিত নন। তবুও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সুগাওয়ারা বলেন, ‘আমি চাই না, আমার সমস্যার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হোক।’

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘তাঁকে নিয়োগ দেওয়ার দায়বদ্ধতা আমার। আমি জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’