আন্তর্জাতিক ৪ আগস্ট, ২০১৯ ০৮:৪৩

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো বন্দুকধারীর হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক।।

টেক্সাসে বন্দুকধারীর হামলার ২৪ ঘন্টার মধ্যেই আবারো হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। রবিবার(৪ আগস্ট) ভোরে ওহাইয়ো অঙ্গরাজ্যের দায়টৈন শহরে নতুন এই হামলার ঘটনায় ওন্তত ৯ জন নিহত হয়েছে ও আহত হয়েছে ১৬ জন।

স্থানীয় সময় রাত একটার দিকে শহরের ওরেগন জেলার একটি বারের বাইরে এই হামলার পর বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হন বলে নিশ্চিত করেছে ওহাইয়ো পুলিশ।

এর আগে শনিবার(৩ আগস্ট) টেক্সাসের এল পাসো শহরের ওয়ালমার্ট স্টোরে হামলা চালায় সন্দেহভাজন একজন বন্দুকধারী। ওই হামলায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রসিয়াস নামের এক তরুণকে আটক করেছে মার্কিন টেক্সাস পুলিশ। সিসিটিভি ফুটেজে কালো রংয়ের টিশার্ট পরিহিত ওই তরুণকে অ্যাসল্ট ধরনের রাইফেল হাতে হামলা চালাতে দেখা গেছে।

তবে টেক্সাসের ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তা ম্যাট কারপার বলেন, হামলার উদ্দেশ্য জানার জন্য উদগ্রিব হয়ে আছেন তারা।