আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে জঙ্গি ও অস্ত্র পাচার করতে ব্যর্থ হয়ে পাকিস্তান এখন যুবসমাজকে ধ্বংস করতে মাদক পাচার করছে বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হরিয়ানা রাজ্যের সির্সা জেলায় এক নির্বাচনী জনসভায় আজ শনিবার এ কথা বলেন তিনি।
হরিয়ানা ও মহারাষ্ট্র রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। আজ শেষ দিনের নির্বাচনী প্রচারণায় যোগ দেন মোদি।
জনসভায় মোদি আরও বলেন, ‘হরিয়ানার যুবসমাজকে অবশ্যই মাদক প্রতিহত করতে হবে। এটা শুধু মাদকাসক্তদের ধ্বংস করে না, সঙ্গে পরিবার এবং সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তিনি বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তান প্রথমে ভারতে জঙ্গি ও অস্ত্র প্রবেশ করাতে চেষ্টা করেছে। এখন যুবসমাজকে ধ্বংস করতে মাদকদ্রব্য প্রবেশ করাতে চাইছে। আমরা যেভাবে জঙ্গিবাদ প্রতিহত করি, সেভাবে মাদকদ্রব্য প্রবেশও প্রতিহত করতে হবে।’






















