আন্তর্জাতিক ২০ অক্টোবর, ২০১৯ ০৮:২৯

কুর্দিদের মাথা গুড়িয়ে দেবেন এরদোগান!

আন্তর্জাতিক ডেস্ক।।

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের ব্যাপক সেনা অভিযানের পর এখন ৫ দিনের  যুদ্ধবিরতি চলছে। যদিও এতে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক কুর্দি সেনাকে হত্যা করেছে তুরস্ক। তুর্কি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এরই মধ্যে অঞ্চলটিতে নিজেদের ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ থেকে কুর্দি সেনাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে তারা যদি এমনটা না করে তাহলে কুর্দিদের মাথা গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কায়সারিতে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘মার্কিন প্রতিনিধিদের সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র বিরতি চুক্তি অনুযায়ী আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার মধ্যে সিরিয়ার কুর্দিরা অঞ্চলটি না ছাড়লে, আমরা যেখান থেকে অভিযানের শেষ করেছিলাম সেখান থেকেই পুনরায় শুরু করা হবে। সেক্ষেত্রে সকল জঙ্গিদের মাথা গুঁড়িয়ে দেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোগান। মূলত সেই বৈঠকে তারা কুর্দিদের সঙ্গে টানা ৫ দিনের এক অস্ত্র বিরতির ঘোষণাও দেন। যদিও শনিবার উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অস্ত্র-বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলতে শুরু করে।