আন্তর্জাতিক ৩ আগস্ট, ২০১৯ ০৩:৩৬

সন্তানের অভিভাবকত্ব চেয়ে লন্ডনের আদালতে দুবাই শাসকের স্ত্রীর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক।। 

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাখতুমের স্ত্রী হায়া বিনতে আল হুসেন  নিজের প্রতি নিপীড়ন বন্ধ ও দুই সন্তানের অভিভাবকত্ব চেয়ে লন্ডনের একটি আদালতে আবেদন করেছেন।

তার আইনজীবী গত মঙ্গলবার লন্ডনের উচ্চ আদালতের পরিবার বিভাগে এই আবেদন করেন। এর বিরোধিতা করে সন্তানদের দুবাইয়ে ফেরত পাঠানোর আর্জি জানিয়েছেন সেখানকার শাসক। দুই দিনের শুনানির পর আগামী ১১ নভেম্বর পূর্ণাঙ্গ বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

২০০৪ সালে ধনকুবের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমকে বিয়ে করে তার ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী হন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈমাত্রেয় বোন হায়া বিনতে আল হুসেন।

বছরের শুরুতে জার্মানি পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি। পরে লন্ডনে পালিয়ে গিয়ে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন দুবাইয়ের শাসকের স্ত্রীদের ঘরে মোট ২৩টি সন্তান রয়েছে বলে খবর পাওয়া যায়।

হায়া বিনতে হুসেনের ঘরে রয়েছে তার দুই সন্তান। দুবাই থেকে পালিয়ে এসে তারাও মায়ের সঙ্গে বসবাস করছেন। মঙ্গলবার লন্ডনের উচ্চ আদালতের পরিবার বিভাগে সন্তান নিজের প্রতি নিপীড়ন বন্ধের আবেদন করেন হায়া। অপরদিকে সন্তানদের দুবাইয়ে নিজের কাছে ফিরিয়ে নিতে আদালতে আবেদন করেছেন শেখ মোহাম্মদ আল মাখতুম।

দুই দিনের শুনানির পর বৃহস্পতিবার আগামী নভেম্বরে এই বিষয়ে পূর্ণাঙ্গ বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে এই শুনানিতে দুবাইয়ের ধনকুবের শাসক আদালতে উপস্থিত ছিলেন না এবং তার প্রতিনিধিরাও নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।