আন্তর্জাতিক ১২ অক্টোবর, ২০১৯ ০৪:৩০

বিমান বিধ্বস্ত হয়ে কঙ্গো প্রেসিডেন্টের কর্মকর্তাসহ নিহত ৮

ডেস্ক রিপোর্ট।।

আফ্রিকার দেশ কঙ্গোতে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তাসহ ৮ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার হলেও শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কঙ্গোর গোমা থেকে কিনশাসাগামী ওই বিমানটি মানিয়ামা এলাকায় বিধ্বস্ত হয়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকালে উড্ডয়নের এক ঘন্টা পরই হঠাৎ বিমানটি রাডার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়। কার্গো বিমানটিতে ছিলেন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদির ব্যক্তিগত গাড়িচালক ও কয়েকজন সৈনিক। কঙ্গো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও কোনও যাত্রীকে পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।