আন্তর্জাতিক ২ আগস্ট, ২০১৯ ০৭:১১

ব্যাংককে বোমা বিস্ফোরনঃ তিনটি জায়গায় বিস্ফোরনের ঘটনা ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক।।

থাই পুলিশ জানিয়েছে, ব্যাংককের তিনটি স্থানে, ছয়টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। আসিয়ানের নিরাপত্তা সম্মেলনের মাঝেই ঘটলো এই ঘটনা।

এছাড়াও আরো সাতটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সেই বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে।

থাই পুলিশের বারত দিয়ে স্ট্রেইটসটাইমস জানিয়েছে, শুক্রবার সকালে এসব বিস্ফোরণের ঘটনায় দুই পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত চারজন আহত হয়েছেন। তবে তারা আশংকামুক্ত। অবস্থা গুরুতর নয়।

চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টার আগে আগে ব্যাংককের সুয়ান লুয়াং এলাকায় মেট্রো রেলের দুটি স্টেশনের কাছে দুটি বিস্ফোরণ ঘটে।

অল্প সময় পর শহরের উত্তরাংশে একটি সরকারি ভবনের কাছে তৃতীয় বিস্ফোরণটি হয়।

রয়টার্স জানিয়েছে, সুয়ান লুয়াং এলাকায় হাতবোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশ দাবি করেছে। 

সেখানেই রাস্তা পরিষ্কারের কাজে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এর আগে, বৃহস্পতিবার সম্মেলনের মূল ভেন্যূর কাছে দুটি বোমা সদৃশ বস্তু পাওয়ার পর নিরাপত্তা কড়াকড়ি বাড়ানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে পরে বলা হয়েছিলো, সেগুলো বিস্ফোরক নয়, নকল বোমা।