ইয়েমেনের বন্দর নগরী এডেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মাঝে তিন জন উর্ধতন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হামলায় আরো ২০ জন আহত হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বাড়ার আশংকা দেখা দিয়েছে।
দেশটির দুই স্থানে আত্মঘাতী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী।
প্রথম হামলাটি চালানো হয় এডেনের দক্ষিণাঞ্চলীয় শেখ ওথমান এলাকায়। পশ্চিমাঞ্চলীয় এডেনে আলা জালা'আ সেনা ক্যাম্পে দ্বিতীয় হামলাটি চালানো হয়।






















