আন্তর্জাতিক ডেস্ক।।
শত্রু যদি আপনারই ঘনিষ্ট মিত্রের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে আপনার কি অন্তর জ্বালা হয়! আপনার নাও হতে পারে তবে নরেন্দ্র মোদির হয়। সম্প্রতি নেটিজেন দুনিয়ায় ভাইরাল একটা ভিডিও দেখা গেছে, রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সঙ্গে খাবার টেবিলে কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ঘটনাটি ঘটেছে এ বছরের ১৩-১৪ জুন কিরগিস্তানের বিশকেকে এসসিও সম্মেলনে। সেখানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের ডিনারের আয়োজন করা হয়। সেই ডিনারের টেবিলেই ঘটনাটি ঘটে। আর এমন ভিডিও কেউ ধারণ করে ছেড়ে দেয় নেটিজেন দুনিয়াই। সেই ভিডিও এখন ভাইরাল।
ভিডিওটি দেখে বোঝাই যায় পুতিন মনোযোগ দিয়ে ইমরান খানের কথা শুনছেন। আর তাদের এ কথোপকথন চুপিসারে লক্ষ্য করছেন নরেন্দ্র মোদি। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় বেশ ভালোই অন্তর জ্বালায় পুড়ছেন তিনি।






















