আন্তর্জাতিক ১ অক্টোবর, ২০১৯ ০৩:৪৯

সৌদি আরবে আরো ভয়াবহ হামলার হুমকি হুথিদের!

আন্তর্জাতিক ডেস্ক।।

আগ্রাসী সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়েমেনের হুথিপন্থী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতেফি বলেছেন, তার দেশের ওপর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসন বন্ধ না হলে অচিরেই রাজতান্ত্রিক দেশটির ওপর আরো ভয়াবহ হামলা চালানো হবে।

তিনি সোমবার(২৯ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বলেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযান চালাচ্ছে তা সমসাময়িক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ইয়েমেনের জনগণের মধ্যে ঐক্য ও সংহতিই তাদেরকে এ সাফল্য এনে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আল-আতেফি বিভিন্ন দেশ থেকে ভাড়া করে আনা সৌদি সেনাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা যদি অবিলম্বে ইয়েমেনের মাটি ত্যাগ না করে তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন দেশটির সেনাবাহিনী সম্প্রতি সৌদি আরবের নাজরানে এক বিশাল অভিযান চালিয়েছে। ওই অভিযানে সৌদি আরবের তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস, শত শত সৈন্য হতাহত এবং কয়েক হাজার সৌদি সেনা বন্দি হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা গতকাল সোমবার ২৯০ সৌদি যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।