আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানী ব্রিটিশ সাংবাদিক রেহাম খান, ইমরানের ২য় স্ত্রী। যদিও তাদের বিয়ে টিকেছিলো ১১ মাস। কিন্তু এই এগারো মাসে একজন সত্যিকার সাংবাদিক হিসেবেই তিনি জেনে নিয়েছেন ইমরানের আদ্যপান্ত। সম্প্রতি ইমরান তৃতীয় বিয়েটা করে ফেলেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর এদিকে রেহাম খান তার অপ্রকাশিত আত্মজীবনীতে যেন বোমা ফাটালেন। এরই মধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে সেই বইয়ের খন্ডিত অংশ। যেখানে তিনি ইমরানকে বহুগামী পুরুষ হিসেবে উল্লেখ করা ছাড়াও সবচেয়ে মারাত্বক যেই তথ্যটি তিনি দিয়েছেন সেটি হলো ইমরান খান একজন সমকামী।
নিজের বইতে সাবেক স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর নানান অভিযোগ তুলছেন তিনি। রেহাম খানের দাবি, ইমরান খান লম্পট, অসৎ ও অধার্মিক। বড় পদ দেওয়ার জন্য নারী কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন, অল্প বয়সী নারীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন। আর তাঁরা যখন গর্ভবতী হয়ে পড়তেন, তাঁদের জোর করে গর্ভপাত করিয়েছেন ইমরান।
আত্মজীবনী লিখেছেন ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান। নিজের বইতে সাবেক স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর নানান অভিযোগ তুলছেন তিনি। রেহাম খানের দাবি, ইমরান খান লম্পট, অসৎ ও অধার্মিক। বড় পদ দেওয়ার জন্য নারী কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন, অল্প বয়সী নারীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন। আর তাঁরা যখন গর্ভবতী হয়ে পড়তেন, তাঁদের জোর করে গর্ভপাত করিয়েছেন ইমরান।
রেহামের অভিযোগ, তাঁর সঙ্গে সম্পর্কে থাকার সময় তেহরিক-ই-ইনসাফের মিডিয়া কো-অর্ডিনেটর অনিলা খাজার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান। বিশ্বজয়ী অধিনায়কের বিরুদ্ধে এমন অভিযোগে তোলপাড় পাকিস্তানে। তবে এবার আর শুধু নারীসঙ্গ নয়, ইমরান সমকামী বলে দাবি করলেন তাঁর দ্বিতীয় স্ত্রী রেহাম খান।
আত্মজীবনীতে রেহাম খান দাবি করেছেন, ইমরান খান সমকামী। পাকিস্তানের অভিনেতা হামজা আলি আব্বাসি ও তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা মুরাদ সৈয়দের সঙ্গে সম্পর্ক ছিল ইমরানের। সমকামিতার অভিযোগ অবশ্য মুখ খোলেননি ইমরান খান। তবে টুইট করে অভিযোগ অস্বীকার করেছেন মুরাদ সৈয়দ।
চলমান এই বিতর্কের মধ্যে রেহামের সাবেক আরেক স্বামী ইজাজ রেহমান শিগগিরই রেহমানের ‘সত্যি’টা প্রকাশ করবেন বলে জানিয়েছেন। এই সত্যির মধ্য দিয়ে রেহামের ‘মাদকাসক্তি’, প্রেম ও হিংস্রতা বেরিয়ে আসবে বলা হচ্ছে।





















