আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৭

কাশমীরে বন্ধ করে দিয়েছে মসজিদ এবং জুম্মার নামাজে বাঁধা

ডেস্ক রিপোর্ট।।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর রাজ্যজুড়ে যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি।

রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও তেমন একটা শিথিল হয়নি।

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে মসজিদটিতে টানা আট সপ্তাহ বন্ধ রয়েছে জুমার নামাজ।

জামিয়া মসজিদ ছাড়াও বেশ কয়েকটি মসজিদে জুমার নামাজ আদায়ে রয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যে রয়েছে হজরতবাল দরগাহ মসজিদ ও খানকাহ মাওলা মসজিদ। শুধু নামাজ নয়, আজানেও রয়েছে নিষেধাজ্ঞা।