আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪৯

যে কারনে বোনকে হত্যা করলেন ভাই!

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা ও মডেল কান্দিল বেলুচকে হত্যার দায়ে তাঁর ভাই মুহাম্মদ ওয়াসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৬ সালের জুলাইতে ‘অনার কিলিং’-এর শিকার হন ২৬ বছর বয়সী ওই তারকা। হত্যার তিন বছর পর এই রায় দিলেন আদালত।

সাংবাদিকদের সামনে বোনকে হত্যার অভিযোগ স্বীকার করেন মুহাম্মদ ওয়াসিম। পুলিশের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলন করা হয়েছিল। হত্যার কারণ হিসেবে ওয়াসিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বোনের উপস্থিতি পরিবারের অসম্মান এনেছিল। পরিবারের সম্মান রক্ষা করতেই কান্দিল বেলুচকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

রায়ের পর ওয়াসিমের আইনজীবী সর্দার মেহবুব বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ওয়াসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।

রায়ে এই মামলার অন্য আসামি বেলুচের আরও দুই ভাইসহ ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি ও কথাবার্তার জন্য একই সঙ্গে জনপ্রিয় ও নিন্দিত কান্দিল বেলুচকে মুলতানের ভাড়া বাড়িতে গত ১৬ জুলাই মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বাবার অভিযোগ, পারিবারিক সম্মান রক্ষার যুক্তি দিয়ে ওয়াসিমই কান্দিলকে হত্যা করেছেন।