আন্তর্জাতিক ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৪৮

ভারতে বাড়ছে মুসলিম জনসংখ্যা

ডেস্ক রিপোর্ট

২০০১ সাল থেকে ২০১১ পর্যন্ত ভারতে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যার বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ হারে। দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ১৮ শতাংশ সেখানে মুসলিমদের এই সংখ্যা বৃদ্ধির হার অনেকটাই বেশি। যদিও বিগত দশকের চেয়ে মুসলিম বৃদ্ধির হার কিছুটা কম। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৯ শতাংশ।

দেশটির গৃহমন্ত্রালয়ের এক আধিকারিক একথা জানিয়ে বলেছেন, ভারতের ‘রেজিস্টার জেনারেল অব সেন্সাস’ আদমশুমারীর ফলাফল সংক্রান্ত একটি রিপোর্ট তৈরির কাজ করছে। খুব শীঘ্রই সরকারিভাবে তা প্রকাশ করা হবে’।

জানা গেছে, জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কমে গেলেও মোট জনসংখ্যার দিক থেকে মুসলিমদের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
ভারতে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক সর্বশেষ আদমশুমারী অনুযায়ী ভারত শাসিত জম্মু-কাশ্মীরেই বসবাসকারী মুসলিম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। মোট জনসংখ্যার ৬৮.৩ শতাংশ মুসলিম বাস করে এই রাজ্যটিতে। এরপরেই আছে অাসাম, সেখানে ৩৪.২ এবং ২৭ শতাংশ মুসলিম বসবাস করে পশ্চিমবঙ্গে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে উত্তরাখন্ড, কেরল, গোয়া-তেও। উত্তরাখন্ডে এই বৃদ্ধির হার ১১.৯ থেকে ১৩.৯ শতাংশ। কেরলে ২৪.৭ থেকে বেড়ে ২৬.৬। গোয়াতে এই বৃদ্ধির হার ৬.৮ থেকে ৮.৪ শতাংশ। হরিয়ানা ৫.৮ থেকে ৭ শতাংশ। রাজধানী দিল্লিতে ১১.৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২.৯ শতাংশে।

অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে মণিপুরে। উত্তরপূর্ব ভারতের এই রাজ্যে বিগত আদমশুমারী অনুযায়ী (২০০১ সালে) যেখানে ৮.৮ শতাংশ ছিল সেখানে সর্বশেষ আদমশুমারী অনুযায়ী (২০১১) এই বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৮.৪ শতাংশ।