আন্তর্জাতিক ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৩৭

বিয়ের খুশিতে ছাদ থেকে ফেলা হলো লাখ লাখ টাকা! 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিয়ে মানেই নানা রংয়ের আলোকসজ্জা খাওয়া -দাওয়া,হইহুল্লোড়। তবে তাই বলে টাকা উড়ানো! অবিশ্বাস্য মনে হলেও সত্য। ভারতের গুজরাটে একটি বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।  

একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, ভাতিজার বিয়ের অনুষ্ঠানকে জাঁকজমক করতে ছাদ থেকে লাখ লাখ টাকাও ওড়ালেন এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ছাদ থেকে টাকার ‘বৃষ্টি’ হচ্ছে, আর নীচে সেই টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি চলছে। এমনই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এছাড়া স্থানীয় গনমাধ্যম গুলো তাদের প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি )করিমের ভাইপো রজ্জাকের বিয়ে ছিল। মহাসমারোহে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন করিম। 

তারপর তিনি এবং পরিবারের কয়েক জন বাড়ির ছাদে উঠে যান। সেখান থেকে ১০, ২০০ এবং ৫০০ টাকার নোট ওড়াতে শুরু করেন।

স্থানীয়দের দাবি, ওই অনুষ্ঠানে কয়েক লাখ টাকা উড়িয়েছেন করিম। 

আমাদের কাগজ/এমটি