আমাদের কাগজ ডেস্কঃ জোটেনি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, তাই অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে একমাত্র বাহন হিসেবে ব্যাবহার করলেন ঠেলাগাড়ি। তাও ছয় বছরের এমন কান্ড দেখে হতবাগ নেটিজেনরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য় প্রদেশে। হয়েছে তার ভিডিও ভাইরাল। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ছয় বছরের এক কিশোর একটি ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। গাড়িতে শুয়ে রয়েছেন এক মাঝবয়সী ব্যক্তি। ঠেলাগাড়ির অপর প্রান্ত ধরে টানছেন সেই শিশুর মা। হৃদয়বিদায়ক এই ঘটনাটি বর্নানা করেছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, শনিবার মধ্য প্রদেশের সিঙ্গরাউলিতে এই ঘটনা ঘটে । হাসপাতালে ফোন করেও অ্যাম্বুলেন্স না পাওয়ায়, নিজেরাই ঠেলাগাড়ি জোগাড় করে তাতে সেই শিশুর বাবাকে শুইয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টলোমলো পায়েই প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় কিশোর।
এক নিমেষেই যেন শৈশব জীবন পার করে প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে হল।
শিশুটির পরিবার জানিয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন সেই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে সেই ব্যক্তিকে শুইয়ে হাসপাতালের দিকে রওনা দেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও। এদিকে জেলা প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















