আন্তর্জাতিক ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:০৬

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মিশর, ব্যাপক ধরপাকড়

ডেস্ক রিপোর্ট।। 

সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী কায়রো, আলেক্সান্দ্রিয়া, বন্দর নগরী সুয়েজসহ মিশরের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে ৫শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে সোমবার ওই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আবাসিক ভবন নির্মাণে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ বিক্ষোভ চলছে।

২০১৩ সালে সিসির নেতৃত্বাধীন সামরিক বাহিনী মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সরকার গঠন করে। তখন থেকে সরকারের অনুমতি ছাড়া ১০ জনের বেশি মানুষ জমায়েত হয়ে সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার রাতে তাহরির স্কয়ারসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় বেরিয়ে পড়ে। শুক্রবার থেকেই চলছে বিক্ষোভ।

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের ওপর পুলিশ হামলা চালিয়ে বিক্ষোভকারীদের আটক করে।মিশরে সরকারবিরোধী বিক্ষোভ

তবে সরকার গ্রেপ্তারের কথা স্বীকার করলেও গত চারদিনে মোট কতজন গ্রেপ্তার বা আটক হয়েছে তার কোনো সংখ্যা প্রকাশ করেনি।

গত ৬ বছরে অন্তত ৬০ হাজার মানুষকে আটক করেছে মিশরের বর্তমান সামরিক সরকার। এদের অধিকাংশই মুরসির বর্তমানে নিষিদ্ধ দল মুসলিম ব্রাদারহুডের সদস্য।

আটকদের মধ্যে কয়েকশ’কে ইতোমধ্যে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির বিভিন্ন আদালত। মানবাধিকার কর্মীদের দাবি, আরও কয়েকশ’ মানুষকে গুম করে ফেলা হয়েছে।