ডেস্ক রিপোর্ট।।
আটক ব্রিটিশ তেলের ট্যাংকার ছেড়ে দিয়েছে ইরান। তেহরানের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। গতকাল ট্যাংকারের ৭ ক্রুকে মুক্তি দেয়া হয়।
গেল জুলাইয়ের ১৯ তারিখ স্টেনা ইমপেরো নামের ট্যাংকারটিকে হরমুজ প্রণালী থেকে জলসীমার শর্ত ভঙ্গের অভিযোগে আটক করে ইরান। এর দু'সপ্তাহ আগেই সিরিয়ায় তেল পাঠানোর সন্দেহে একটি ইরানি ট্যাঙ্কারকে জিব্রাল্টার উপকূলে আটক করে ব্রিটেন। যেটি পরের মাসেই ছেড়ে দেয়া হয়।
এ ঘটনার প্রতিশোধ নেয়ার হুমকি দেয় তেহরান। মাত্র দু'সপ্তাহের মধ্যে স্টেনা ইমপেরোকে আটক করে ইরানি রেভুল্যুশনারি গার্ড বাহিনী। এতে দু'পক্ষেই কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।






















