আন্তর্জাতিক ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:১২

সৌদির তেলক্ষেত্রে হামলার নির্দেশ দিয়েছিলেন খোমেনি!

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার জন্য ইরানকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করছে  ইরান। তারা বলছে, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের জবাবে দেশটির জনগণ এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর অবশ্যই এ হামলা চালানোর নৈতিক অধিকার তাদের রয়েছে বলে মনে করে ইরান।

যুক্তরাষ্ট্র এতদিন ঢালাও অভিযোগ দিয়ে আসলেও এবার কিছু সুনির্দিষ্ট তথ্য দিলেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এ কর্মকর্তা একটি টিভি চ্যানেলের কাছে দাবি করেছেন, ওই হামলা চালানোর ব্যাপারে সায় দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি।

শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও বলেছেন, শনিবারের (১৪ আগস্ট) ওই হামলা যুদ্ধ ছাড়া আর কিছু নয়।

শুক্রবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পর পম্পেও বলেন, ‘আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে সৌদির।’

আর ঠিক এ মুহূর্তে মার্কিন চ্যানেলটি জানিয়েছে, খোমেনি নাকি হামলায় সম্মতি দিয়েছিলেন এ শর্তে যে, তেল শোধনাগারে ড্রোন হানার পর যেন কোনো অবস্থাতেই বোঝা না যায়, তাতে ইরানের কোনো ভূমিকা রয়েছে।