আন্তর্জাতিক ১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৪

লাঠিতে ভর করে এভারেস্ট দেখলেন সাধ নিলেন, বৃদ্ধ দম্পতি  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ স্বপ্ন ছিল, নিজ চোখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক বয়োজ্যেষ্ঠ দম্পতির। কাছ থেকে দেখলেন মাউন্ট এভারেস্ট। 

সম্প্রতি অ্যান্ডি থাপা নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায়, মাউন্ট এভারেস্টের অদূরে আরেক পাহাড়ে এক বয়োজ্যেষ্ঠ দম্পতি ঠায় দাঁড়িয়ে আছেন। তবে তাদের পেছনে একটি হেলিকপ্টার থেমে থাকতে দেখা যায়। 

এ সময় লাঠিতে ভর দিয়ে চলা বৃদ্ধ স্বামীকে সাহায্য করছিলেন তার বৃদ্ধা স্ত্রী। দুই চোখ ভরা ভালোবাসা নিয়ে তারা এভারেস্টের সৌন্দর্য প্রত্যক্ষ করছেন। যেন তাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে।  

 

তুষারে ঢাকা এভারেস্টের দৃশ্যটিও ছিল মনোমুগ্ধকর। গত অক্টোবরে প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, বেঁচে থাকার শিল্প... এই পুরুষটির বয়স ৮৬। জীবনের শেষ পর্যায়ে এসে নিজ চোখে মাউন্ট এভারেস্ট দেখার স্বপ্ন দেখেন তিনি। স্ত্রীকে নিয়ে এই স্বপ্ন পূরণও করলেন। আপনাদের সাধুবাদ জানাই... দীর্ঘদিন বাঁচুন।

এই দম্পতিকে নিয়েই শেয়ার করা আরেক ভিডিওতে অ্যান্ডি থাপা লেখেন, এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ পাশের পাহাড়টির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচ্চতায় এবং সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম।
সূত্র : এনডিটিভি

আমাদের কাগজ/এম টি