আন্তর্জাতিক ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৩৩

ড্রোন ও ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে ইরানের সংশ্লিষ্টতার দাবি সৌদি আরবের

ছবিঃ আরব নিউজ

ছবিঃ আরব নিউজ

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর তেল স্থাপনায় হামলা চালানো ড্রোন পরীক্ষা করে ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে সৌদি সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে তারা এই প্রমাণ পেয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে এর স্বপক্ষে স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সৌদি আরব জানায়, হামলা চালানো ১৮টি ড্রোন ও সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন একটি দিক থেকে এসেছে যেখানে ইয়েমেন হতেই পারে না। মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল  তুরকি আল মালিকি বলেন, হামলা উত্তর পাশ থেকে চালানো হয়। নিঃসন্দেহে এখানে ইরান জড়িত ছিলো।  

তবে ঠিক কোথা থেকে এগুলো নিক্ষেপ করা হয় সেটি খুঁজে বের করার চেষ্টা করছে সৌদি আরব। ভাঙা টুকরার মধ্যে ইরানিয়ান ড্রোনের  চিহ্ন পেয়েছেন সৌদি গোয়েন্দারা।