আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরব সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার(১৮ আগস্ট) রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে আরামকোর তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন, সৌদি তেল স্থাপনায় হামলা ইয়েমেন থেকে হয়নি বরং ইরান থেকে হয়েছে।
পম্পেও আরো বলেন, ইরানের বিরুদ্ধে একটি জোট গঠনের জন্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো’র আবকাইক এবং খুরাইশ তেল স্থাপনায় শনিবার অজ্ঞাত স্থান থেকে হামলা হয়। এর ফলে ওই দুই স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি আরবের তেল উত্তোলন অর্ধেকে নেমে যায়।






















